করোনা মহামারীতে রক্তের চাহিদা মেটাতে জাঙ্গিপাড়ায় রক্তদান শিবির তৃণমূলের

বাদশা সেখ, হুগলী: জাঙ্গিপাড়া ব্লকের রাজবলহাট ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক মহতী রক্তদান শিবির।

বৃহস্পতিবার সকালে রাজবলহাট দে পাড়া প্রাইমারী স্কুলের সামনে বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তীর হাত দিয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠান কে ঘিরে দলীয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী-সমর্থক স্বেচ্ছায় রক্তদান করেন। সমস্ত রক্ত দাতাদের ফুল দিয়ে বরণ করে, খাবার সহ বিশেষ পুরস্কার‌ও প্রদান করা হয়।

উদ্যোক্তারা বলেন, এলাকার বহু মানুষ রক্তদানে আগ্রহী থাকলেও করোনা পরিস্থিতি স্বাস্থ্যবিধি মেনে ১০০ জনের বেশি রক্ত নেওয়া সম্ভব নয়, তাই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে রক্তদান শিবির সম্পন্ন করলাম। দীর্ঘ লকডাউনের কারণে দলের তরফ থেকে ভোটের পর আমরা কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারিনি। আজ প্রথম রক্তদান শিবির অনুষ্ঠান দিয়ে শুরু করলাম। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আমরা বিজয় উৎসব করিনি। তাই আজ এই অনুষ্ঠানেই আমাদের জাঙ্গিপাড়া বিধানসভার উন্নয়নের কান্ডারী তৃতীয়বারের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে আমরা সংবর্ধিত করে সম্মান জানালাম। কোভিড পরিস্থিতিতে দলের তরফ থেকে পরবর্তীতে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে অঞ্চলের সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ ছিলাম আছি থাকবো।

রক্তদাতাদের উৎসাহিত করতে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, জাঙ্গিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহনলাল নাড়ু, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, হুগলী জেলা পরিষদের কর্মাধক্ষ্য আব্দুল জব্বার, কর্মাধক্ষ্য আব্দুল রহিম, কর্মাধ্যক্ষ সন্ধ্যা ঘোষ, চণ্ডিতলা ১ নং সহ সভাপতি মলয় খাঁ, এস সি এস টি সেলের সভাপতি বিদ্যুৎ দাস, সেখ আমিনুদ্দিন, কার্যকারী সভাপতি প্রশান্ত ঘোঘ। এছাড়া উপস্থিত ছিলেন রাজবলহাট ১ ও ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বৃন্দরা।

রাজবলহাট ১ং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব শীল ও ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি ন‌ইম মল্লিকের নেতৃত্বে সমগ্র অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন