নিউজ ডেস্ক: রাজ্যে অতিমারী রোধে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত। রাত ন'টা থেকে ভোর পাঁচ'টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। কেবল জরুরি পরিষেবায় ছাড়। তবে, লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে। বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, শনিবার, ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম জারি হবে।
 |
ডানকুনি থানার পক্ষ থেকে চলছে মাইকিং প্রচার
|
৩১ জুলাই পর্যন্ত যে বিধি-নিষেধ জারি ছিল, তার মেয়াদ বাড়িয়ে ১৫ অগাস্ট পর্যন্ত করা হয়েছে। বিধি-নিষেধের এই নতুন পর্যায়ে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না নিয়মে। লোকাল ট্রেন চালু করার কথা এ বারও জানায়নি রাজ্য। শুধু সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী রুদ্ধদ্বার অনুষ্ঠানে পঞ্চাশ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন।
পাশাপাশি, ৫০% দর্শক নিয়ে খুলতে চলেছে রাজ্যের সিনেমা হল । তবে সমস্ত বিধিনিষেধ মেনে চলতে হবে হল কতৃপক্ষকে। প্রত্যেক সেক্টরের ক্ষেত্রেই যতটা সম্ভব ‘ওয়ার্ক ফ্রম হোম’ করানোর কথা উল্লেখ করা হয়েছে।
 |
চন্ডিতলা থানার পক্ষ থেকে চলছে নাকা চেকিং
|
তবে রাত ৯ টা থেকে ভোর ৫ টা নাইট কার্ফুর ক্ষেত্রে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে নাইট কার্ফুর বিষয়টিতে আরও কড়া মনোভাব বজায় থাকে।