উত্তরপাড়া-কোন্নগরে ভোর রাতে বন্দুক দেখিয়ে ছিনতাই, মাদক সহ গ্রেফতার ৩ দুষ্কৃতী

রোহন বাগচি: হুগলি: সম্প্রতি হুগলির উত্তরপাড়া ও কোন্নগর এলাকায় ভোর রাতে বন্দুক দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা সহ মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে মাদক সহ গ্রেফতার করলো উত্তরপাড়া থানার পুলিশ।

সূত্রের খবর, গতকাল রাতে উত্তরপাড়া থানার পুলিশ উত্তরপাড়া ও কোন্নগর সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে মাদক সহ গ্রেফতার করে এবং ধৃতদের থেকে বেশ কিছু নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়, আজ তাদের শ্রীরামপুর আদালতে পাঠানো হয়।

এ বিষয় অভিযোগকারী ওই ব্যবসায়ী জানান, তিনি খুশি পুলিশ প্রশাসন এই দলটিকে ধরতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য, পাশাপাশি এ বিষয় এলাকার মানুষ জানান পুলিশ প্রশাসনের এ বিষয় আগামীদিনে বাজার সহ বিভিন্ন এলাকায় রাতে ও দিনে পুলিশী টহল প্রয়োজন।



একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন