দেশের একাধিক রাজ্যে ঢুকে পড়ে উদ্বেগ বাড়িয়েছে ওমিক্রন। যদিও এখনও পর্যন্ত করোনার এই নয়া স্ট্রেন বাংলায় হানা দেয়নি। তবে এ নিয়ে আগাম সতর্কতা অবলম্বন করেছে রাজ্য সরকার। কড়া বিধিনিষেধ জারির পাশাপাশি ওমিক্রন আক্রান্তদের চিকিৎসার বন্দোবস্তও করা হয়েছে। রাজ্য়ের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া প্রশাসন। একাধিক ইতিবাচক পদক্ষেপের জেরেই ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে বাংলা।
রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৬২০ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ১৭৭ জন। সংক্রমণের নিরিখে এদিনও দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১০৭ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৪৭। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ২৯ ও ৪৮ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ১৯ হাজার ২৫৭ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ১.৫৪ শতাংশ। এদিকে একদিনে ভাইরাসের বলি ১০ জন। যার মধ্যে শুধু উত্তর ২৪ পরগনাতেই প্রাণ হারিয়েছেন চার জন। হুগলিতে মৃত্যু হয়েছে ৩ জনের। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৫৪৪ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।
Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.