চুঁচুড়া : একেই বলে "রাখে হরি তো মারে কে !" সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক ব্যক্তি। চলন্ত ট্রেনের তলায় পড়ে গিয়েও অল্পের জন্য রক্ষা পেলেন। স্বামীকে এভাবে পড়ে যেতে দেখে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন স্ত্রীও। বরাত জোরে বেঁচে যান তিনিও।
আজ সকালে ১০টা ১২ মিনিটের ডাউন বর্ধমান লোকাল একটু দেরিতে চুঁচুড়া স্টেশনে (Chunchura Station) ঢোকে। আগের কাটোয়া লোকাল (Katwa Local) বাতিল হয়ে যাওয়ায় প্ল্যাটফর্মে তখন বেশ ভালোই ভিড় ছিল। তাই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। সেই সময় ব্যাগপত্তর, কয়েকটি আলুর বস্তা ট্রেনের মাঝামাঝি কামরায় তুলে নিজে উঠতে গিয়ে ধাক্কাধাক্কিতে ট্রেনের তলায় পড়ে যান তরুণ মুখি নামে ওই ব্যক্তি।
0 মন্তব্যসমূহ
Please Type Your Valuable Feedback.
EmojiKeep Supporting. Flow as on YouTube & Facebook.