TMC Hoogly Municipality: হুগলি পুরসভাগুলির চেয়ারম্যানদের নাম চূড়ান্ত, রইল সেই তালিকা, ঘোষণার অপেক্ষায় কর্মী-সমর্থকরা

নিউজ ডেস্করাজ্যের ১০৮টি পুরসভার (108 Civic Bodies) মধ্যে ১০২টিতেই এককভাবে জয়ী হয়েছে তৃণমূল (TMC wins 102 Civic Bodies)৷ 

আজ সোমবার, এই সব পুরসভাগুলির চেয়ারম্যানদের নাম ঘোষণা করবে তৃণমূল নেতৃত্ব৷ অর্থাৎ নাম একেবারে চূড়ান্ত৷ ইতিমধ্যে হুগলি পুরসভাগুলির (Hoogly Municipality) চেয়ারম্যানদের নামের তালিকা সূত্র মারফত হাতে পেয়েছে ডিএনএন বাংলা৷ শেষ মুহূর্তে কোনও পরিবর্তন করা না হলে, এই তালিকাই বহাল থাকবে বলে তৃণমূলের ওই সূত্রের দাবি৷ রইল সেই নামের তালিকা…

  • আরামবাগ-  সমীর ভান্ডারি
  • তারকেশ্বর-  উত্তম কুন্ডু
  • বাঁশবেড়িয়া- আদিত্য নেওগি
  • চুঁচুড়া-          অমিত রায়
  • ভদ্রেশ্বর-     প্রলয় চক্রবর্তী
  • চম্পাদানি-   সুরেশ মিশ্র
  • বৈদ্যবাটি-    পিন্টু মাহাতো
  • শ্রীরামপুর-  গিরিধারী সাহা
  • রিষড়া-        বিজয় মিশ্র
  • কোন্নগড়-   স্বপন দাস
  • উত্তরপাড়া- দিলীপ যাদব
  • ডানকুনি-    হাসিনা সবনম

হুগলি জেলায় মোট ১২টি পুরসভা রয়েছে৷ অধিকাংশই প্রাচীন ও প্রসিদ্ধ পুরসভা৷ সবক’টি পুরসভাতেই জয়ী হয়েছে তৃণমূল৷ ১২টি পুরসভা মিলিয়ে মোট ওয়ার্ড রয়েছে ২৭০টি৷ যার মধ্যে ২২৮টি ওয়ার্ড ছিনিয়ে নেয় তৃণমূল৷ সূত্রের খবর, প্রতিটি পুরসভার নামের তালিকা নিজে দেখে চূড়ান্ত করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিজ্ঞতা ও স্বচ্ছ ভাবমূর্তির উপরে জোর দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান নির্বাচন করেছেন এমনটাই জানা গিয়েছে৷

সৌজন্য: কলকাতা টিভি ডিজিটাল 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন