নিউজ ডেস্ক : হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে এদিন ধনেখালিতে হনুমান পুজোয় যোগ দিতে দেখা গেলো। তবে, ফেরার পথেই লকেটের গাড়িকে লক্ষ্য করে চোর, জয় বাংলা স্লোগান ভেসে এল বিরোধী দলের থেকে। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ধনেখালির সাহেব হাটতলায়।
প্রসঙ্গত, ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। সেজে উঠছে গোটা দেশ। তাই মন্দির উদ্বোধনের আগে এদিন ধনেখালির হাটতলা এলাকায় হনুমান মন্দিরে ধুপ বাতি জেলে শ্রদ্ধার্ঘ্য জানানোর পাশাপাশি এলাকার মানুষদের মধ্যে লাড্ডুও বিতরণ করেন লকেট। কিন্তু ফেরার পথেই ঘটে এই ঘটনা। লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ফিরতি পথ ধরেছিল। তখনই সাংসদকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মীদের। যা নিয়ে শুরু হয় ব্যাপক উত্তেজনা।