নিজস্ব সংবাদদাতা: ঘরে ঘরে সরকারের দেওয়া কোলে এবার থেকে জল ব্যবহার করতে গেলে লাগতে পারে টাকা। এমন আতঙ্কেই রয়েছেন হুগলির কোন্নগরের মানুষজন। এবার থেকে আর জল নষ্ট করা চলবেনা। জল ব্যবহার করতে হবে খুব মেপে কারণ হুগলির একাধিক পৌর এলাকায় বাড়ির কলের মাথায় বসানো হয়েছে মিটার।
হুগলির কোন্নগর এলাকায় প্রায় ৬০০০ জলের মিটার বসানো হয়েছে। তবে এই মিটার বসিয়ে টাকা নেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট জানানো হয়নি। কিন্তু জলের অপচয় ঠেকাতেই এই মিটার বসানো হয়েছে বলে পুরসভা সূত্রে খবর।