নিউজ ডেস্ক : রাম মন্দির উদ্বোধন হতে আর কিছুদিন বাকি। প্রস্তুতি চলছে জোর কদমে। এর মধ্যেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছে রামের মূর্তি। যা দেখে প্রাণ ভোরে গেলো সকলের।
কেমন দেখতে রামলালার মূর্তি?
কালো কষ্টি পাথরের ৫১ ইঞ্চি লম্বা রামের বিগ্রহটি সোনার তীর ও ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সূত্রের খবর মূর্তিটি ৫ বছরের বালকের মুখের আদলে তৈরি হয়েছে। তবে ২২ জানুয়ারি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠানের অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পরই চোখের আবরণ খোলা হবে বলে প্রথমে জানা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেদিনই বিগ্রহের আবরণ খুলে ছবি প্রকাশ করল শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট।তবে বিগ্রহের ছবি প্রকাশ্যে আনলেও কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে গর্ভগৃহে।
জানা যাচ্ছে, নির্দিষ্ট সূচি মেনে রাম মূর্তির উদ্বোধনের আগে রাম মন্দিরে পুজো-অর্চনা চলছে। শুধু তাই নয়, এদিন রাম মন্দিরের প্রস্তুতি ও নিরাপত্তা খতিয়ে দেখেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উল্লেখ্য যে, রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হাফ ডে ছুটি ঘোষণা করা হয়েছে।