নিউজ ডেস্ক: কামারপুকুরের শ্রীপুরে সিপিএমের একটি পার্টি অফিস রাতারাতি বিজেপির হয়ে গেলো। যা অবাক করেছে পুরো এলাকাকে। যদিও সিপিএম থেকে বিজেপি দলে যাওয়া এক নেতা জানান, জোট নিয়ে ক্ষোভের বশেই তাঁরা পার্টি অফিসটি বিজেপিকে তুলে দিয়েছেন। গতকাল বিকেলে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ ওই পার্টি অফিসে বিজেপি দলের পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন বহু মহিলা সদস্য। এদিকে বিষয়টা নিয়ে কটাক্ষ করছে তৃণমূল। তাদের বক্তব্য, "কাস্তে হাতুড়ি তারা ও পদ্ম ফুলের পাশাপাশি অবস্থান। যখন খুশি বদলে যাচ্ছে।"
এদিকে প্রাক্তন সিপিএম কর্মী তথা বর্তমানে বিজেপি কর্মী অবনী গঙ্গোপাধ্যায় জানান, "আমরাই পার্টি অফিসটা তৈরি করেছিলাম। প্রথমে তৃণমূল নিয়েছিল। তার পরে বিজেপি নিয়ে নেয়। আবার সেটা সিপিএম নিয়ে নেয়। তবে জোট নিয়ে ক্ষুব্ধ হওয়ায় বিজেপিতে যোগদান করে পার্টি অফিসটি বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছে।" এ দিনই আবার সিপিএম থেকে বিজেপিতে যোগদান করলেন দুই শতাধিক কর্মী। বুধবার সন্ধ্যায় আরামবাগ বিজেপি অফিসে এসে বিজেপি সভাপতির হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন তাঁরা।
যদিও শ্রীপুরে সিপিএমের কৃষক সভার এই পার্টি অফিস এর আগেও বহুবার হাত বদল হয়েছে। এর আগে সিপিএমের হাত থেকে তা দখল করেছিল তৃণমূল। পরে তা বিজেপি দখল করে। কিছুদিন আগে আবার বিজেপির কাছ থেকে পার্টি অফিস পুনরুদ্ধারের খবর পাওয়া গিয়েছিলো। এ বার ফের পার্টি অফিস দখল করে নিলো বিজেপি।