নিউজ ডেস্ক - ফাল্গুন মাস এসে গেলও ঠান্ডা ভাব রয়েছে বাংলায়। রবিবার হলো এই মার্চ মাসের শীতলতম ভোর কলকাতায়। জানালো হাওয়া অফিস। এইদিন আলিপুরের তাপমাত্রা নামল ১৯ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে ১২.৬ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি। কিন্তু এইদিন থেকেই দ্রুত গরম বাড়ার পূর্বাভাস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে মনে করছে হওয়া অফিস। বাড়বে রাতের তাপমাত্রাও। একদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৮ থেকে ৮৫ শতাংশের আশপাশে। আরও জানা যাচ্ছে যে সোমবার থেকে বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের চলে যেতে পারে।
মৌসম ভবন আরও জানাচ্ছে যে, বর্তমানে ওড়িশায় তৈরি হয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে বলে জানা যাচ্ছে। রবিবার এবং মঙ্গলবার দু’টি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে। তবে আপাতত বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল থেকে সন্ধ্যা, থাকবে মনোরম আবহাওয়া। হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইছে সকালে। তবে বুধবারের পর থেকে হাওয়ার কিছুটা বদল দেখা যেতে পারে।
বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে অনুমান করছেন আলিপুরের আবহাওয়াবিদরা।
Tags
Weather Report