মালদা, ৬ মে — মোবাইল ফোন দেখা নিয়ে দাদার সঙ্গে অশান্তির জেরে বাড়ি ছেড়ে পালিয়েছিল মালদার কাকলি মন্ডল। তবে দীর্ঘ সময় নিখোঁজ থাকার পরও পরিবারের দুশ্চিন্তা কিছুটা হালকা করে দ্রুততার সঙ্গে মেয়েটিকে উদ্ধার করল হুগলির পোলবা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার পরিবারের সঙ্গে ঝামেলার পর মালদার পুরাতন মালদা এলাকার বাড়ি ছেড়ে চলে আসে কাকলি। হুগলির পোলবা থানার অন্তর্গত সুগন্ধা মোড়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন টহলরত পুলিশ অফিসার। প্রথমে কিছুটা হতভম্ব হলেও পরে পুলিশের বিশ্বাস অর্জন করে নিজের নাম, বাবার নাম ও মালদায় বাড়ির ঠিকানা জানান কাকলি।
পরে সুগন্ধা ফাঁড়ির পুলিশ কাকলির পরিবারের সঙ্গে যোগাযোগ করে। ইতিমধ্যেই পরিবার তরুণীর নিখোঁজ হওয়ার ঘটনায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল। মেয়ের সন্ধান পেয়ে তড়িঘড়ি মালদা থেকে হুগলি পৌঁছে যায় পরিবার।
পোলবা থানার ওসির তত্ত্বাবধানে আইন মেনেই কাকলিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তরুণীকে সুরক্ষিত রাখতে মহিলা পুলিশকর্মীদের মাধ্যমে থানায় রাখা হয়েছিল। পরিবারের সদস্যরা কাকলিকে সুস্থভাবে ফিরে পেয়ে আবেগে ভেসে পড়েন।
পরে কাকলি জানান, “পুলিশকর্মীরা যদি আমাকে রাস্তায় থেকে না তুলে নিতেন, বড় কোনও বিপদ হতে পারত। আমি আর কখনোই বাড়ি ছেড়ে পালাব না।”
পুলিশের তৎপরতা ও দায়িত্বশীল আচরণে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাকলির বাবা-মা। তাঁরা জানিয়েছেন, “পুলিশের কাজ সত্যিই প্রশংসনীয়। মেয়েকে ফিরে পেয়ে আমরা কৃতজ্ঞ।”
এই ঘটনার পর আবারও প্রমাণ হল, সঠিক সময়ে পুলিশের সক্রিয়তা বহু বিপদ থেকে রক্ষা করতে পারে সাধারণ মানুষকে।
Tags
নিউজ ডেস্ক