গ্রীষ্মকালীন সময়ে রক্তের চাহিদা পূরণে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করল হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর। একটানা নয়, বরং কয়েক দিনের ব্যবধানে ধাপে ধাপে রক্তদান শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে রক্তের ঘাটতি মোকাবিলা করা যায় আরও কার্যকরভাবে।
আজ চুঁচুড়ার ডেপুটি সিএমওএইচ দপ্তরে আয়োজিত প্রথম শিবিরে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) মৃগাঙ্ক মৌলি কর এবং ডেপুটি সিএমওএইচ-২ দেবযানী বসু। স্বাস্থ্য দপ্তরের কর্তা, কর্মী থেকে শুরু করে মুখ্য আধিকারিকরাও এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সিএমওএইচ মৃগাঙ্ক মৌলি কর জানান, "মানুষ রক্ত নিতে আসে, দিতে চায় না। সচেতনতার অভাবের জন্যই গ্রীষ্মকালে রক্তের সংকট তৈরি হয়। সেই কারণেই আমরা ঠিক করেছি ধাপে ধাপে শিবির করব—আজ জেলা স্বাস্থ্য দপ্তরে শুরু, এরপর মহকুমা ও ব্লক স্তরে শিবির হবে।"
ডেপুটি সিএমওএইচ দেবযানী বসু বলেন, "আমরা গতবারও এমন উদ্যোগ নিয়েছিলাম। গরমকালে রক্তের সরবরাহ স্বাভাবিক রাখতে এবছরও সেই রাস্তাই নিয়েছি। জেলার সমস্ত হাসপাতালকে জানানো হয়েছে যেন তারা নিজেরা এ ধরনের শিবির আয়োজন করে সংকট নিরসনে এগিয়ে আসে।"
গ্রীষ্মকালীন রক্তসংকট মোকাবিলায় হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের এই পদক্ষেপ নিঃসন্দেহে এক প্রশংসনীয় এবং সময়োপযোগী উদ্যোগ।
আপনি চাইলে এই প্রতিবেদনটি ছোট করে সংবাদপত্রের জন্য তৈরি করে দিতে পারি—চান?
Tags
নিউজ ডেস্ক