নিউজ ডেস্ক - আজ ,রবিবার তৃণমূলের ব্রিগেড , যার জন্য শনিবার থেকেই চলে এসেছেন একাংশ তৃণমূল কর্মীরা। সভা শুরু ১১টা থেকে। ইতিমধ্যেই অনেক কর্মী-সমর্থকরা ব্রিগেডের প্যারেড ময়দানে চলে এসেছেন নেত্রীর বার্তা শুনতে কিন্তু এখনই তাঁরা সভাস্থলে কাছে যাচ্ছেন না। কিছুটা দূরে কেউ গাছের তলায় জিরিয়ে নিচ্ছেন। কেউ শুয়ে রয়েছেন। তাই বলা যেতেই পারে ময়দানে চলেছে পিকনিকের মেজাজ ।
সূত্রের খবর , তৃণমূল কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন করা হয়েছে। যার দাম মাত্র ৫০ টাকা। তাই দেদার বিক্রি হচ্ছে সেই ‘ডিম্ভাত’। এছাড়াও অন্যদিকে রয়েছে, ফলের স্যালাড, পরোটা।
আরও জানা গিয়েছে, গতকাল ‘প্রি-ব্রিগেড’ পর্বে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল দলের তরফে। উত্তরবঙ্গ থেকে যে সকল তৃণমূল কর্মীরা কলকাতায় এসেছেন, তাঁদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছিল ইকোপার্কে। এছাড়াও মেনুতে ছিল ডিম,ভাত, সবজি ইত্যাদি-ইত্যাদি। প্রসঙ্গত, প্রতিবছরই একুশে জুলাই তৃণমূল শহিদের স্মরণে সমাবেশ করে থাকে।তখন যেই খাওয়ার ব্যবস্থা থেকে তেমনই ব্রিগেড সমাবেশে খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।