সূত্রের খবর, গত জুলাই মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই দম্পতি। তরুণী মেকআপ আর্টিস্ট। স্বামী হিসাবরক্ষকের কাজ করেন। অভিযোগ যে, বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্ত্রীকে পণের জন্য চাপ দিতে শুরু করেন স্বামী।
এরপরই উত্তরপাড়ায় মায়ের কাছে এসে থাকছিলেন। ওই তরুণীর এক বোনও আছে। অভিযোগ, শ্বশুরবাড়িতে গিয়েও মাঝেমধ্যেই হানা দিতেন জামাই। সেখানেও স্ত্রীকে অত্যাচার করতেন। এ নিয়ে গত ১৪ এপ্রিল উত্তরপাড়া থানায় বধূ নির্যাতনের অভিযোগও দায়ের করেন তরুণী। এরইমধ্য়ে শুক্রবার সন্ধ্যায় উত্তরপাড়ার ফ্ল্যাটে এসে স্ত্রীর উপর চড়াও হন বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ। ঘরে ঢুকে ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করার চেষ্টা করেন। ঘাড়ে আঘাত লাগে তরুণীর।
তবে চিৎকার চেঁচামেচি শুনে পাশের ফ্ল্যাটের লোকজন চলে আসেন। উত্তরপাড়া থানায়ও খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্তকে ধরে নিয়ে যায়। এলাকার বাসিন্দারা জানান, মাঝে মধ্যেই ওই যুবক এসে ঝামেলা করেন। স্ত্রীকে মারধর, কুকথা বলার পাশাপাশি এলাকার লোকেরা কিছু বললে তাদেরও গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ। আক্রান্তের দাবি, এবার পুলিশ কঠোর ব্যবস্থা নিক।