নিজস্ব সংবাদদাতা :চণ্ডীতলা থানার মহিলা পুলিশ বাহিনী LSI রুমা পালের নেতৃত্বে চন্ডীতলার পাঁচঘরা এবং ভাগবতীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় টহল দেয় এবং স্থানীয় জনসাধারণ ও মহিলাদের সাথে কথা বলেন।
তাদের সমস্যার কথা শোনেন এবং নিরাপত্তা সম্পর্কে তাদেরকে আশ্বস্ত করে। তাদের সাথে থানার ফোন নম্বর শেয়ার করা হয় এবং যেকোনো সমস্যায় থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়। মহিলা পুলিশ বাহিনীর সাথে কথা বলে সাধারণ জনগণ থেকে শুরু করে এলাকার মহিলারা সন্তুষ্ট এবং চন্ডীতলা থানার এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তাদের কথায়,"ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষ তথা মহিলাদের সুরক্ষার খাতিরে আমরা তৎপর থাকবো এই অঙ্গীকার করলাম"।


