নিউজ ডেস্ক - আর জি কর কাণ্ডের প্রতিবাদের মধ্যেই জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। আর এরই মধ্যে আজ, সোমবার রাজ্যস্তরের প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওই বৈঠকে সব দপ্তরের সচিব পর্যায়ের কর্তারা উপস্থিত থাকবেন।এরসাথে মন্ত্রীদের ও রাজ্যের বিভিন্ন দপ্তরের বিশেষ সচিব পদমর্যাদার আধিকারিকদেরও ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। ভারচুয়ালি থাকবেন জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনাররা।
সারা রাজ্য জুড়ে আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি এখনও চলছে।আর তাঁর সাথে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। ফলে এই পরিস্থিতিতে এই পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেবেন সে দিকে সবার বিশেষ নজর থাকবে। গত সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব উচ্চপদস্থ অফিসারদের উপস্থিতি কাম্য বলে জানা যায়। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরের থেকে রিপোর্ট নিয়েছে মুখ্যমন্ত্রীর সচিবালয়। ম্যারাথন নির্বাচন ও তারসাথে ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির জেরে বহু প্রকল্পের কাজ স্থগিত রয়েছে। আর তাই কোন প্রকল্প কোন জায়গায় রয়েছে, সব রিপোর্ট জমা দিতে হয়েছে সচিবদের। আর এর মধ্যেই মুখ্যসচিব মনোজ পন্থ শনিবার সরকারি কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে তৃণমূল স্তর পর্যন্ত পরিষেবা পৌঁছনোর ক্ষেত্রে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।এটিকে পর্যালোচনা বৈঠকের প্রিলিউড বলেই মনে করা হচ্ছে।
