নিউজ ডেস্ক - রবিবার ছত্তিসগড়ে বলোদাবাজারে বজ্রাঘাত পরে মৃত্যু হল সাতজনের এবং তিনজন আহত। ওই তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বলোদাবাজারের সুপারিনটেনডেন্ট অব পুলিশ অভিষেক সিং জানান যে, মোহতারা গ্রামের বাসিন্দা ওই সাতজন মাঠের কাজ সেরে ফেরার সময়ে তুমুল বৃষ্টি শুরু হয়।আর তাঁর সাথে সাথে ঘন ঘন বাজ পড়ছিল।
তাই বৃষ্টি থেকে বাঁচাতে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন মুকেশ, টঙ্কার, সন্তোষ, পোখরাজ, থানেশ্বর, দেব, বিজয় নামে ওই সাত জন।কিন্তু আচমকা একটি বাজ একেবারে গাছের উপরে পড়ে।ফলে সেইসময়ে বজ্রঘাতি হয়ে তাঁরা লুটিয়ে পড়েন।আর এই সাতজনের সঙ্গে আরও ছিলেন তিনজন। বজ্রঘাতের দ্বারা তাঁরা গুরুতর আহত হওয়ায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাওয়া অফিসের পূর্বাভাস আগে থেকেই ছিল যে, রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ছত্তীসগঢ়ের বিভিন্ন জায়গায়।আর সেইমতো সারাদিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল।
