হুগলি: হুগলি জেলার মগরা থানার অন্তর্গত শঙ্খনগর এলাকায় অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি ও রিফিলিংয়ের অভিযোগে বড়সড় অভিযান চালালো জেলা পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (DEB) এবং মগরা থানার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিলিন্ডার ও যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্র অনুযায়ী, মগরা থানার এএসআই অমিয়কান্ত বর্মন একটি বিশ্বস্ত মাধ্যমে খবর পান যে শঙ্খনগর এলাকায় একজন ব্যক্তি অবৈধভাবে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার বিক্রি ও রিফিলিংয়ের কাজ চালাচ্ছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে DEB এবং মগরা থানার পুলিশ একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন কোম্পানির মোট ৬৮টি এলপিজি ডোমেস্টিক সিলিন্ডার এবং দুটি ডিজিটাল ওজন মেশিন উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।
এই অবৈধ কারবারে যুক্ত থাকার অভিযোগে শঙ্খনগরের বাসিন্দা গৌর হরি দত্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এসআই গৌতম বিশ্বাস, এসআই দীনেশচন্দ্র দেন ও অন্যান্য কর্মীরা। মগরা থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসআই সুজন সরকার, এএসআই অমিয়কান্ত বর্মন এবং অন্যান্য পুলিশ কর্মীরা।
ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৮৭/৩০৩(২)/৩১৭(২)/৩১৮(৪) ধারাসহ ১৯৫৫ সালের প্রয়োজনীয় পণ্য আইন [Essential Commodities Act]-এর ৭(১)(এ)(ii) ধারা এবং ১৯৩৪ সালের পেট্রোলিয়াম আইন [Petroleum Act]-এর ২৩ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের অবৈধ রিফিলিং ও বিক্রয় কার্যক্রম অত্যন্ত বিপজ্জনক এবং জননিরাপত্তার জন্য বড় হুমকি। ভবিষ্যতেও এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
Tags
নিউজ ডেস্ক