হুগলিতে এলপিজি কারবার ধরা পড়লো পুলিশের জালে



হুগলি: হুগলি জেলার মগরা থানার অন্তর্গত শঙ্খনগর এলাকায় অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি ও রিফিলিংয়ের অভিযোগে বড়সড় অভিযান চালালো জেলা পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (DEB) এবং মগরা থানার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিলিন্ডার ও যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে।


সূত্র অনুযায়ী, মগরা থানার এএসআই অমিয়কান্ত বর্মন একটি বিশ্বস্ত মাধ্যমে খবর পান যে শঙ্খনগর এলাকায় একজন ব্যক্তি অবৈধভাবে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার বিক্রি ও রিফিলিংয়ের কাজ চালাচ্ছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে DEB এবং মগরা থানার পুলিশ একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন কোম্পানির মোট ৬৮টি এলপিজি ডোমেস্টিক সিলিন্ডার এবং দুটি ডিজিটাল ওজন মেশিন উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।

এই অবৈধ কারবারে যুক্ত থাকার অভিযোগে শঙ্খনগরের বাসিন্দা গৌর হরি দত্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এসআই গৌতম বিশ্বাস, এসআই দীনেশচন্দ্র দেন ও অন্যান্য কর্মীরা। মগরা থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসআই সুজন সরকার, এএসআই অমিয়কান্ত বর্মন এবং অন্যান্য পুলিশ কর্মীরা।

ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৮৭/৩০৩(২)/৩১৭(২)/৩১৮(৪) ধারাসহ ১৯৫৫ সালের প্রয়োজনীয় পণ্য আইন [Essential Commodities Act]-এর ৭(১)(এ)(ii) ধারা এবং ১৯৩৪ সালের পেট্রোলিয়াম আইন [Petroleum Act]-এর ২৩ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের অবৈধ রিফিলিং ও বিক্রয় কার্যক্রম অত্যন্ত বিপজ্জনক এবং জননিরাপত্তার জন্য বড় হুমকি। ভবিষ্যতেও এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।


একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন