হুগলি, চণ্ডীতলা:
আবারও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো হুগলি গ্রামীণ জেলা পুলিশ। চন্ডীতলা থানার অধীনস্থ আদান গ্রামের ছোট্ট সায়নী চক্রবর্তী (বয়স ১২) এবং তার দাদা সায়ন চক্রবর্তী (বয়স ১৪) – এই দুই প্রতিভাবান শিশুর পাশে দাঁড়ালো প্রশাসন।
সায়নী ছোটবেলাতেই মাকে হারায় এবং মাসখানেক আগে তার বাবার মৃত্যুতেও তাকে অকালে পিতৃ-মাতৃহীন হতে হয়। কিন্তু দারিদ্র্যতার প্রতিকূলতা তাকে দমাতে পারেনি। বরং তার অদম্য ইচ্ছাশক্তি ও ফুটবলের প্রতি অনুরাগ তাকে জাতীয় ক্রীড়া মঞ্চে পৌঁছে দিয়েছে। সায়ন চক্রবর্তীও এক মেধাবী ও প্রতিভাসম্পন্ন খেলোয়াড়, যিনি একইভাবে চরম দারিদ্র্যতা সত্ত্বেও এগিয়ে চলেছেন স্বপ্নপূরণের পথে।
এই দুই শিশুর ভবিষ্যৎ যাতে দারিদ্রতার অন্ধকারে হারিয়ে না যায়, সেই লক্ষ্যেই চন্ডীতলা থানার উদ্যোগে তাদের জন্যে স্বাস্থ্যকর খাবার, ক্রীড়া সামগ্রী এবং পড়াশোনার পূর্ণ দায়িত্ব গ্রহণ করা হয়েছে।
এই মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন চন্ডীতলা এসডিপিও, থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীবৃন্দ। হুগলি গ্রামীণ জেলা পুলিশের এই সহানুভূতিশীল পদক্ষেপে খুশি এলাকাবাসী থেকে শুরু করে সায়নী ও সায়ন – সকলেই।
এই উদ্যোগ নিঃসন্দেহে এক অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ, যা সমাজে প্রশাসনের মানবিক ভূমিকার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
Tags
ডানকুনি চন্ডিতলা