ডানকুনি
ডানকুনি চার নম্বর ওয়ার্ডে পুকুরে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, বিকেলের পর থেকে ওই শিশুটিকে আর দেখা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত আটটা নাগাদ পুকুরের ধারে পড়ে থাকা শিশুটির জুতো দেখতে পান পরিবারের লোকজন।
তা দেখে আশপাশের মানুষজন সঙ্গে সঙ্গে পুকুরে খোঁজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই খবর দেওয়া হয় ডানকুনি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং উদ্ধারকার্য শুরু করে। হ্যালোজেন লাইট, মাছ ধরার জাল ও টিউব ব্যবহার করে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা চেষ্টার পর অবশেষে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়।
তাকে সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর হাসপাতালে পাঠায়।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুকুরটি দীর্ঘদিন ধরেই অরক্ষিত অবস্থায় ছিল এবং কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাঁরা জানান, শিশুদের নিরাপত্তার কথা ভেবে অবিলম্বে পুকুরে সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।