ডানকুনি, ৭ জুলাই:
সকাল থেকে আকাশ ছিল মেঘে ঢাকা। হালকা বৃষ্টির ফোঁটায় যখন পথচারীরা ছাতা মাথায় গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন, তখনই ডানকুনি হাউজিং চৌমাথায় ব্রিজের নিচে চোখে পড়ে এক অভিনব দৃশ্য। রাস্তার ধারে ছাতার তলায় রংতুলি হাতে বসে আছে একঝাঁক স্কুল পড়ুয়া। রাস্তার উপরেই তারা ছাপিয়ে দিচ্ছে তাদের কল্পনার রঙ। তারা কেউ আঁকছে ট্র্যাফিক সিগন্যাল, কেউ রাস্তা পারাপারের নিয়ম, আবার কেউ আঁকছে হেলমেট পরা বাইক আরোহী। এমন মনোগ্রাহী দৃশ্য দেখে থমকে যাচ্ছেন অনেকেই। মোবাইলে ছবি তুলছেন, কেউ কেউ তাদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছেন।
এই অনন্য উদ্যোগটি নিয়েছে ডানকুনি থানা ও ডানকুনি ট্রাফিক গার্ড। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজন করা হয়েছে "ছাতায় আঁকা" প্রতিযোগিতা। মূল লক্ষ্য, আগামী প্রজন্মের মধ্যে ছোট থেকেই গাড়ি চালানো ও রাস্তা পারাপার সংক্রান্ত সঠিক নিয়মকানুনের ধারণা তৈরি করা।
এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ডানকুনি এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। আয়োজক সূত্রে জানা গেছে, প্রায় ৮টি স্কুল থেকে ৫০ জনের বেশি ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় রং, কাগজ, ছাতা এবং প্রয়োজনীয় চিত্রাঙ্কনের সরঞ্জাম।
ডানকুনি থানার আধিকারিকরা জানান,
"শুধু আইনের কড়াকড়ি করলেই পথ নিরাপত্তা নিশ্চিত হয় না। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাটাই সবথেকে জরুরি। সেই সচেতনতা যেন শৈশব থেকেই গড়ে ওঠে, সেই লক্ষ্যেই এই কর্মসূচি। বাচ্চারা যখন নিজের হাতে আঁকে রাস্তায় চলাচলের নিয়ম, তখন সেটি তাদের মনে গভীরভাবে প্রভাব ফেলে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডানকুনি থানার আইসি, ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকারাও, যাঁরা ছাত্রছাত্রীদের পাশে থেকে তাঁদের উৎসাহ দেন।
এই বিশেষ কর্মসূচির শেষে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় প্রশংসাপত্র ও পুরস্কার। অনুষ্ঠানটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই বলেন,
"এমন উদ্যোগ আরও হওয়া উচিত। ছোটরা শুধু বই পড়ে শেখে না, এমন কাজের মধ্য দিয়ে জীবনের প্রয়োজনীয় জ্ঞান আরও গভীরভাবে শিখে নেয়।"
ডানকুনি থানা ও ট্রাফিক গার্ডের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়। পথ নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন ভাবনার উদাহরণ বিরল। স্কুলপড়ুয়াদের অংশগ্রহণে এটি যেন হয়ে উঠল এক অনন্য শিক্ষা ও সচেতনতার মেলবন্ধন।