বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ, অবরোধ তুলতে গেলে বড় বাবুকে ঘিরে স্লোগান এলাকাবাসীর

সেখ আব্দুল আজিম ,চন্ডীতলা :

নবাবপুর গ্রাম পঞ্চায়েতের শান্তি প্রিয় মানুষ অবস্থান বিক্ষোভ করলো নবাবপুর এলাকায়। প্রসঙ্গত রাস্তার বেহাল দুর্দশা মোটরবাইক টোটো অটো এমনকি সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগ কুমির মোড়া স্টেশন থেকে নবাবপুর শিবতলা পর্যন্ত। 

সকাল থেকেই শান্তিপ্রিয় সাধারণ মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। চন্ডীতলা থানার অফিসার এবং রাফের নজর থাকে শান্তিপ্রিয় অবস্থান-বিক্ষোভে। বেলা 11 টা নাগাদ চন্ডীতলা থানার আই সি অনিল কুমার রাজ মহাশয় শান্তিপ্রিয় অবস্থান বিক্ষোভ আসেন এবং সাধারণ মানুষের সাথে কথাবার্তা শোনেন বড়বাবু বলেন আপনাদের কষ্টটাই বুঝতে পেরেছি আমি পঞ্চায়েত লেবেল থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি হুগলি জেলা পরিষদ এছাড় প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি তিনি আরো বলেন আমিও আপনাদের সাথে শামিল রাস্তার বেহাল দুরবস্থা দেখে। তিনি আরো বলেন এখনই যথাযত সময়ের মধ্যেই যাতে সাধারন মানুষ অসুবিধা  না পড়েন  সত্তর ব্যবস্থা করা হবে। 

চন্ডীতলা থানার আই সি অনিল কুমার রাজ মহাশয়ের সাথে সাধারণ মানুষের সাথে আলাপ-আলোচনা করেন তাতে সন্তুষ্ট ও শান্তি প্রিয় মানুষ। শাকলাইন মোল্লা, তিনি জানালেন বড় বাবুর সাথে কথা বলে তারা ভীষণ আপ্লুত সাথে সাথে ই অবস্থার বিক্ষোভ তুলে নেয়। জয়ধ্বনি বড়বাবু জিন্দাবাদ জিন্দাবাদ ধ্বনিতে আকাশ বাতাস মুখর হয়। এই শান্তিপ্রিয় অবস্থান বিক্ষোভের সাধারণ মানুষ ভীষণ আনন্দিত। উল্লেখ্য হাটপুকুর কৃষ্ণরামপুর নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ে উক্ত রাস্তাটি। বলাবাহুল্য রাজ্যের পরিবহন মন্ত্রী চক্রবর্তী মহাশয় বলেছিলেন যে সমস্ত বাইপাসরাস্তা আছে বড় বড় ট্রাক সেখানে ঢুকবে না সাইন বোর্ডে দেওয়া আছে কুমির মোড়া মেড়ে কোন ওয়াক্কা না করে অবাধে বড় বড় ট্রাক ঢুকছে এলাকায় সেই প্রসঙ্গে আইসি সাহেব বলেন বিল্ডার্স এর কে নিয়ে তিনি মিটিং করবেন সেটাও দেখতে হবে  যাতে তারা কোন অসুবিধা না পারেন ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।

Sk Zabihullah

সেখ জাবিহুল্লাহ একজন প্রতিভাবান সাংবাদিক, পেশাদার সম্পাদক ও দক্ষ গ্রাফিক ডিজাইনার। তিনি নির্ভুল তথ্য বিশ্লেষণ, চমৎকার সম্পাদনা এবং সৃজনশীল ডিজাইনের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলে ধরেন। তার লেখনীতে থাকে বাস্তবতার প্রতিচ্ছবি ও পাঠকের হৃদয় ছোঁয়ার মতো গভীরতা। গ্রাফিক ডিজাইনে তিনি নান্দনিকতা ও কার্যকারিতার অপূর্ব সমন্বয় ঘটান। সাংবাদিকতা ও সৃজনশীল জগতে তিনি একজন নির্ভরযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন