নিউজ ডেস্ক: আলিপুর আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরত। মূলত ফ্ল্যাট প্রতারণা মামলায় এ দিন আলিপুরের নিম্ন আদালতে হাজিরা দেন তিনি। তবে কিছুদিন আগে আদালতে নিজে হাজির না হতে চেয়ে আলিপুর জজ কোর্টে আবেদন করেছিলেন নুসরত৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয় ও তাঁকে সশরীরে আসার আদেশ দেওয়া হয়। এর পরই এ দিন আলিপুর আদালতে যান নুসরত৷ যদিও আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি হাজিরা দেওয়ার কথা ছিল নুসরতের কিন্তু তার আগেই তাঁর আইনজীবীকে সঙ্গে নিয়ে আলিপুর আদালতে পৌঁছে যান অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ৷
আদালত সূত্রে খবর, ফ্ল্যাট প্রতারণা মামলায় এ দিন চার হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন পেয়েছেন নুসরাত। প্রসঙ্গত, গত ২০১৪ সালে নিউ টাউনে ফ্ল্যাট দেওয়ার নাম করে ৪২৯ জন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে অগ্রিম নিয়েছিল একটি সংস্থা যার ডিরেক্টর ছিলেন নিজে নুসরত৷ প্রায় ২৩ কোটি টাকা তোলা হলেও কেউই ফ্ল্যাট পাননি বলে অভিযোগ৷ যার ফলে নুসরতের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় প্রতারণার অভিযোগ করা হয়৷ যদিও, এই অভিযোগ নুসরত অস্বীকার করেন৷
