নিউজ ডেস্ক: আগামী ২২শে জানুয়ারী গোটা দেশ সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের। অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছেন রামমন্দিরের। দেশ-বিদেশের বহু নামি মানুষ ও তারকরা হাজির হতে চলেছে সেখানে। এর মধ্যে সাধারণ মানুষের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হয়ে উঠছেনা। তবে, তার জন্য রয়েছে দারুন ব্যবস্থা। সিনেমা হলে বসেই বড়ো স্ক্রিনে অনায়াসেই উপভোগ করা যাবে সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার।
সূত্রের খবর, সারা ভারত জুড়ে ৭০টি শহরে মোট ১৬০টি হলে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর হবে। সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান। আইনক্স সূত্রে খবর, মাত্র ১০০ টাকা পড়বে টিকিটের মূল্য যার সাথে পাওয়া যাবে কোল্ড ড্রিঙ্কস ও পপকর্ণ। এ প্রসঙ্গে পিভিআর আইনক্সের (PVR, INOX) এর সহ অধিকর্তা গৌতম দত্ত বলেন, “এই ধরনের ঐতিহাসিক ঘটনা এভাবেই বড় করে পালিত হওয়া উচিৎ। সারা ভারত জুড়ে যে উদযাপন চলছে বড় পর্দা সেই উদযাপনেই প্রান ণিয়ে আসবে। এভাবেই ভক্তদের সঙ্গে নিজেদের যুক্ত করে আমরাও আনন্দ লাভ করব।”
