নিউজ ডেস্ক - আজ, রবিবার , পাঁচ বছর পর লোকসভা নির্বাচনের প্রাক্কালে ব্রিগেড ময়দান প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের "জনগর্জন" সভার জন্য। মোদী সরকারকে কার্যত অত্যাচারী ব্রিটিশ এবং জমিদারদের তুলনা করেছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি যে ব্রিটিশ সাম্রাজ্যের যেমন পতন হয়েছে, ঠিক তেমনই ভাবে কেন্দ্রের ক্ষমতা থেকে উৎখাত হবে বিজেপি। আজ, লক্ষ্ লক্ষ্ মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর যে ‘জমিদার বিজেপি’র পতন ঘটানোর ডাকও দেবেন তিনি ।
আবার অপরদিকে ব্রিগেডের মঞ্চ থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রার্থী কারা হবে সেটি ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর যে, বাংলার ৪২টি আসনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে। সেই তালিকা এবার ব্রিগেডে কয়েক লক্ষ মানুষের সামনেই প্রকাশ্যে আনবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।আজকের "জন গর্জন" সভায় যোগদান করতে ইতিমধ্যেই সব জেলা থেকে মানুষ আসা শুরু করে দিয়েছেন।
অন্যদিকে মোদী সরকারের সময়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়ে আসছে বাংলা। একশো দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা–সহ একাধিক প্রকল্পে বিপুল পরিমাণ টাকা বকেয়া আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। কেন্দ্রের এই বাংলা বিরোধী মনোভাবের প্রতিবাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ‘জনগর্জন’সভা করতে চাইছেন । যেখানে দেখা যাবে অভিনব ঘোষণা।
এছাড়া এই জনগর্জন সভার জন্য মোট ৩টি মঞ্চ করা হয়েছে। যাতে একটিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়–সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। অন্য দুটির একটিতে বুদ্ধিজীবী, আমন্ত্রিত ব্যক্তি। আর তৃতীয় মঞ্চে থাকবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ–বিধায়করা এবং ভিন রাজ্যের নেতারা । ৪২টি আসনের প্রার্থীও ঘোষণা হতে পারে।