লোকসভা নির্বাচনের দিনঘোষনার আগেই ইস্তফা দিলেন ভারতের নির্বাচন কমিশনার

লোকসভা নির্বাচনের দিনঘোষনার আগেই ইস্তফা দিলেন ভারতের নির্বাচন কমিশনার 


নিউজ ডেস্ক : লোকসভা নির্বাচন বাকি আর মাএ কয়েকদিন।আর তার আগেই পদত্যাগ করলেন ভারতের নির্বাচন  কমিশনার অরুণ গোয়েল। কমিশনে মোট ৩ জন কমিশনার থাকেন। আগে থেকেই একটি পদ ফাঁকা ছিল। অরুণ গোয়েলের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। একেবারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে ঠিক কী কারণে তাঁর পদ থেকে অরুণ গোয়েল সরে গেলেন তা এখনও স্পষ্ট নয়। তবে এনিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে।



কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে একমাত্র মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ফলত গোটা লোকসভা নির্বাচন প্রক্রিয়াটা সামলাতে হতে পারে রাজীব কুমারকেই। তবে আরও একজন নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতের জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সব ঠিক থাকলে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে ভারতের লোকসভা নির্বাচন। সাত বা আট দফায় ভোট হতে পারে। 

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন