সপ্তাহের শেষে কমল সোনা ও রুপোর দাম

নিউজ ডেস্ক - গত কয়েক মাস সপ্তাহের পর সপ্তাহ ধরে লাগাতার বাড়ছে সোনার দাম। গোটা মে মাস জুড়েই বেড়েছে সোনার দাম। অবশেষে সপ্তাহের শেষদিনে এসে সামান্য় কমল সোনার দাম। আজ, শনিবার কমল সোনার দাম। পাশাপাশি কমেছে রুপোর দামও। 

আজ, ১৮ মে ২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭৫৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭ হাজার ৫৯০ টাকা।২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৭৫ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৩৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ৭৪০ টাকা।১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫৩০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫ হাজার ৩০০ টাকা।১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৫৩ হাজার টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৯০০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৯ হাজার টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন