নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামে বোমা ফেটে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রের। এমন ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেনি। জানা গিয়েছে বাচ্চার নাম মুকলেসুর রহমান, বয়স সাত বছর।
অন্যান্য দিনের মতো এদিনও স্কুলে যায় সে। এবং দুপুরে খাবার খাওয়ার পর স্কুলে ছোটাছুটি করার সময় কুড়িয়ে পায় একটি গোলাকার বস্তু। সেখানেই বল ভেবে হাতে করে নিয়ে একটি দেওয়ালে ছুড়ে মারতেই ঘটে যায় বিস্ফোরণ। এরপরেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা আর পরে জানা যায় যে বাচ্চাটা আর নেই।
এরপরেই সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েন মুকলেসুর রের বাড়ির লোকজন। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাঠায় কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষনা করাহয়।
কিন্তু স্কুল চত্বরে কী ভাবে বোমা এল, তা খতিয়ে দেখছেন পুলিশ। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে আশেপাশের স্কুলে। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও রাজ্যে বিভিন্ন সময় এই ধরণের ঘটনা ঘটেছে।