নিউজ ডেস্ক: গত ২৫শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল 'ম্যায় অটল হুঁ' এর নতুন গান। এবং পঙ্কজ ত্রিপাঠির নতুন লুক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে। তাঁর ছবির গল্প ছাড়াও কাস্টিং ও লুক সব মিলিয়ে একটি আলাদা উৎসাহ রয়েছে নেট দুনিয়ায়। তাঁকে নাকি হুবহু অটল বিহারী বাজপেয়ী- এর দেখতে লাগছে।
গত মাসে মুক্তি পেয়েছিল সিনেমার প্রথম গান। জুবিন নটিয়ালের কণ্ঠে 'দেশ পহলে' এই গানটি শ্রোতাদের মনে খুব আকর্ষণ করেছে। আর এবার প্রকাশ্যে এল, ছবির আরেক নতুন গান। গানটির নাম, 'রাম ধুন', গায়ক কৈলাস খের।
ছবি রিলিজের তারিখও উল্লেখ করা হয়েছে। ছবিটি চলতি বছরের ১৯শে জানুয়ারি মুক্তি পাবে।