দিল্লিতে একটি আসনও প্রাপ্য নয় কংগ্রেস দলের ; আম আদি পার্টি

নিউজ ডেস্ক -  ইন্ডিয়া জোট থেকে সরে গিয়ে এনডিএ শিবিরে ভিড়েছে জোটের অন্যতম হোতা নীতীশ কুমারের জেডিইউ। শিবির বদলেছে জযন্ত চৌধরির আরএলডি-ও। এরই মধ্যে দিল্লির মোট সাতটি লোকসভা আসনের মধ্যে মাত্র একটি আসন, প্রায় ভিক্ষা দেওয়ার মতো করে, কংগ্রেসকে দিতে রাজি হল আম আদমি পার্টি। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে যে উত্তেজনা চলছে, তা আরও বাড়িয়ে দিল আপের এই প্রস্তাব।

বর্তমানে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদি পার্টি। দিল্লি পুরসভা নির্বাচনেও বড় সাফল্য পেয়েছে তারা। নিঃসন্দেহে, দিল্লিতে তারাই ইন্ডিয়া জোটের বড় দল। জানুয়ারির প্রায় শুরু থেকেই দিল্লির লোকসভা আসনগুলি ভাগাভাগির সূত্র চূড়ান্ত করতে, আম আদমি পার্টি এবং কংগ্রেস নেতারা একসঙ্গে আলোচনায় বসেছেন। সেই আলোচনা এখনও চললেও, মঙ্গলবার, আপ সাংসদ সন্দীপ পাঠক বলেছেন, “শক্তির ভিত্তিতে, দিল্লিতে একটি আসনও প্রাপ্য নয় কংগ্রেস দলের। তবে ‘জোটের ধর্ম’ মাথায় রেখে আমরা তাদের দিল্লিতে একটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছি। আমাদের প্রস্তাব, দিল্লির একটি আসনে কংগ্রেস এবং বাকি ছয়টি আসনে ইন্ডিয়া জোটের হয়ে আম আদমি পার্টি লড়াই করবে। দিল্লিতে, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল একটিও আসন পায়নি। পুর নির্বাচনে, ২৫০ আসনের মধ্যে কংগ্রেস মাত্র ৯টি আসন জিতেছে।”

সূত্রের খবর, কংগ্রেসের পক্ষ থেকে প্রাথমিক আলোচনায় দিল্লিতে ৪-৩ সূত্রে আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছিল। অর্থাৎ, কংগ্রেস বলেছিল তারা চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর আম আদমি পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে তিনটি আসনে। সন্দীপ পাঠকের মন্তব্য থেকে স্পষ্ট, কংগ্রেসের এই আসন ভাগাভাগির সূত্র মানতে পারেনি আপ। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনেই জয় পেয়েছিল বিজেপি। রাজধানীর জনতা খালি হাতে ফিরিয়েছিল কংগ্রেস এবং আপ দুই দলকেই। কিন্তু, তারপর দিল্লি বিধানসভা নির্বাচন এবং দিল্লি পুর নির্বাচনে আপের বিপুল সাফল্য, তাদেরকে চালকের আসনে বসিয়ে দিয়েছে।


Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন