কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো তৃণমূলের 'জনগর্জন' মহাসমাবেশ
নিউজ ডেস্ক : রবিবার তৃণমূল কংগ্রেসের ‘জনগর্জন সভা’।আর সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই কর্মী থেকে সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। এদিন হাইভোল্টেজ এবং হাইটেক সভায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই আবহে এদিন তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশে যোগ দিতে ওয়াশিং মেশিন সঙ্গে নিয়ে সল্টলেক থেকে রওনা দিলেন কর্মী–সমর্থকরা। এটা অত্যন্ত অভিনব পদক্ষেপ। আগে এমন ঘটনা রাজনৈতিক সমাবেশে কখনো ঘটেনি। অভিযোগ, বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা। একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ। তারই প্রতিবাদে রবিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। যার প্রধান বক্তা খোদ তৃণমূল সুপ্রিমো। বিধাননগর কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের নেতৃত্বেই মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন তাঁরা। এখানে মোট ৫৪টি ব্লক আছে। সেই ব্লকের প্রত্যেকটি এন্ট্রি পয়েন্টে চলছে নিখুঁত চেকিং। প্রায় ২০টি গেট আছে ব্রিগেডে প্রবেশের জন্য। সেই গেটের সামনেও চলছে তল্লাশি। মেটাল ডিটেক্টরের মাধ্যমে আসা প্রত্যেক কর্মী–সমর্থকের জন্য চেকিং চলছে।