কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো তৃণমূলের 'জনগর্জন' মহাসমাবেশ

 কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো তৃণমূলের 'জনগর্জন' মহাসমাবেশ 

নিউজ ডেস্ক : রবিবার তৃণমূল কংগ্রেসের ‘‌জনগর্জন সভা’‌।আর সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই কর্মী থেকে সমর্থকদের  ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। এদিন হাইভোল্টেজ এবং হাইটেক সভায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।   এই আবহে এদিন তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশে যোগ দিতে ওয়াশিং মেশিন সঙ্গে নিয়ে সল্টলেক থেকে রওনা দিলেন কর্মী–সমর্থকরা। এটা অত্যন্ত অভিনব পদক্ষেপ। আগে এমন ঘটনা  রাজনৈতিক সমাবেশে কখনো ঘটেনি। অভিযোগ, বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা। একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ। তারই প্রতিবাদে রবিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। যার প্রধান বক্তা খোদ তৃণমূল সুপ্রিমো। বিধাননগর কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের নেতৃত্বেই মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন তাঁরা। এখানে মোট ৫৪টি ব্লক আছে। সেই ব্লকের প্রত্যেকটি এন্ট্রি পয়েন্টে চলছে নিখুঁত চেকিং। প্রায়  ২০টি গেট আছে ব্রিগেডে প্রবেশের জন্য। সেই গেটের সামনেও চলছে তল্লাশি। মেটাল ডিটেক্টরের মাধ্যমে আসা প্রত্যেক কর্মী–সমর্থকের জন্য চেকিং চলছে।


উল্লেখ্য , এই সমাবেশে যোগ দিয়েছেন
  বিধাননগরের ৩৮ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্ত। তার নেতৃত্বে এদিন সকালে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন কর্মী–সমর্থকরা। তাঁদের সঙ্গে রয়েছে একটি বড় ওয়াশিং মেশিন। এই বিষয়ে ৩৮ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্মল দত্তের বক্তব্য ,  ‘‌তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বারবারই বলেছে বিজেপিতে গেলেই তাদের সব দোষ ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আর তাই প্রতীকী হিসেবেই ওয়াশিং মেশিন সঙ্গে নিয়েই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে।’‌
প্রসঙ্গত, ব্রিগেড সমাবেশে মোতায়েন করা হয়েছে ১৬০০ পুলিশ। মাঠে থাকছেন ৩০০ অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার। পাশাপাশি থাকছেন  ইনস্পেক্টর, সাব–ইনস্পেক্টররা। প্রশাসন সূত্রে খবর , বিগ্রেড সভাস্থলের পাশে ৩ জন যুগ্ম কমিশনার এবং ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসাররা থাকছেন।গুরুতর অবস্থার জন্য থাকছে  কিউআরটি ও ১১ টি অ্যাম্বুলেন্স। সঙ্গে দমকলের ৪টি ইঞ্জিন। এদিন ২৯টি মিছিল আসছে ব্রিগেডে শহরের নানান প্রান্ত থেকে।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন