আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্প এবং ওড়িশার উপরে নিম্নচাপ অক্ষরেখা। তার জন্য রবিবার সাতসকালেই ঘন কালো করে আসে আকাশ। মুহূর্তের মধ্যে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি এলাকায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হয়।
সকালে কাজেকর্মে মাঠেঘাটে অনেকেই ছিলেন। ঝড় বৃষ্টিতে অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেননি। তাতেই বজ্রাঘাতে মৃত্যু হয়েছে চার জনের। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবারও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে পশ্চিমের জেলা ও উপকূলের জেলাতে এই বৃষ্টি হবে। ৮ তারিখ বৃষ্টির পরিমাণ কমে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ৯ ও ১০ তারিখের মধ্যে বৃষ্টি কমে যাবে। তবে ১১ তারিখ আবার বৃষ্টি একটু বাড়বে।
এই বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা সব জায়গায় প্রায় ৫ – ৬ ডিগ্রি কমে যাবে। কলকাতাতে রবিবার ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল, এই বৃষ্টিতে ৩০-৩১ ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে। উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতায় সোমবার মেঘলা আকাশ এবং দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবাসরীয় পরিস্থিতিতে তাপপ্রবাহের পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি মিলল।